Wednesday, August 8, 2018

নারকেল কুরানো দিয়ে মাংস ভুনা

উপকরণ
গরুর মাংস ১ কেজি,
লবণ ১ চা চামচ,
চিনি ১ চা চামচ,
নারকেল কুরানো ভেজে নেয়া ৩/৪ কাপ,
হলুদ গুঁড়ো দেড় চা চামচ,
মরিচ গুঁড়ো ১ চা চামচ,
মসলার জন্য
পেঁয়াজ কুচি ২ টি,
আদা কুচি ১ ইঞ্চি,
রসুনের কোয়া কুচি ৪ টি,
মরিচ ঝাল বুঝে,
নারকেল ভাজা ২ টেবিল চামচ,
তেল ১ টেবিল চামচ,
তরকারীর ঝোলের জন্য
তেল ২ টেবিল চামচ,
লবণ স্বাদমতো,
সয়া সস ৪ চা চামচ,
১ কাপ টকদই চিনি দিয়ে ফেটানো।

আরো পড়ুন:- জিভে জল আনা পটল চিংড়ি

No comments:

Post a Comment